বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কারাগারে আওয়ামী লীগ নেতা মুরাদ মারা গেছে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১১:২৫ পিএম আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১১:২৭ পিএম
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার
expand
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মুরাদ হোসেন (৬৫) নামে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে তাকে অচেতন অবস্থায় কারা কর্তৃপক্ষ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারা সূত্র জানিয়েছে, কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় কারারক্ষীরা প্রথমে তাকে কারা হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

মৃত মুরাদ হোসেন মিরপুর-১২ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সাবেক কমিশনার ছিলেন তিনি। তার বাবার নাম আমজাদ হোসেন শিকদার বলে জানা গেছে।

এদিকে মৃত্যুর খবর পেয়ে তার স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলমান বলে কারাগার সূত্র জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন