মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সম্মিলিত ছাত্র সংসদের বিবৃতি

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম
সম্মিলিত ছাত্র সংসদের বিবৃতি
expand
সম্মিলিত ছাত্র সংসদের বিবৃতি

জুলাই বিপ্লব-পরবর্তী পরিস্থিতিকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়কে অভিনন্দন জানিয়ে সম্মিলিত ছাত্র সংসদ এক বিবৃতি প্রকাশ করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) যৌথ এই বিবৃতিতে ট্রাইব্যুনালের রায়কে “ন্যায়বিচারের পথে যুগান্তকারী পদক্ষেপ” বলে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, ট্রাইব্যুনালের রায়ে উল্লেখিত অভিযোগ অনুযায়ী জুলাই বিপ্লব চলাকালে ড্রোন, হেলিকপ্টার ও লেথাল উইপন ব্যবহারের মাধ্যমে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই রায়কে তারা জুলাই বিপ্লবের “শহীদদের প্রতি শ্রদ্ধা” হিসেবে আখ্যায়িত করেন।

এদিকে, ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকবৃন্দ’ নামের একটি প্ল্যাটফর্ম থেকে ওই রায়ের পরিপ্রেক্ষিতে প্রকাশিত এক বিবৃতি নিয়ে ছাত্র সংসদগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের দাবি, সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে—এই বিবৃতিতে ১০০১ জন শিক্ষক স্বাক্ষর করেছেন বলে দাবি করা হলেও স্বাক্ষর তালিকায় নাম রয়েছে ৬৫৯ জনের। ছাত্র সংসদগুলোর অভিযোগ, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির পক্ষে অবস্থান নেওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই অবস্থান আদালতের রায়ের প্রতি “অবজ্ঞা” এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি “অবমাননা”।

এছাড়া, কিছু শিক্ষককে না জানিয়ে তাদের নাম বিবৃতিতে যুক্ত করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ছাত্র প্রতিনিধিরা। এ কারণে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সব বিশ্ববিদ্যালয়কে দ্রুত তদন্ত শুরু করার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, তদন্তে দোষী প্রমাণিত হলে উক্ত শিক্ষকদের বিরুদ্ধে আগামী ১০ কার্যদিবসের মধ্যে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার পদক্ষেপ নিতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে সম্মিলিত ছাত্র সংসদ ক্লাস ও পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়ে জানায়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির পক্ষে অবস্থান নেওয়া শিক্ষকদের “সামাজিক ও একাডেমিকভাবে প্রতিহত” করতে হবে। তারা আরও বলে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন