শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

লেডি বাইকার নায়লা নাঈম সোশ্যাল মিডিয়ায় খোলামেলা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১১:২২ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দাঁতের চিকিৎসক নায়লা নাঈম দীর্ঘদিন শোবিজে হাতে গোনা কিছু কাজ করেছেন। ২০০৯ সালে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা গিয়েছিল তাকে।

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রানআউট’-এর একটি আইটেম গানে পারফর্ম করেছিলেন। এছাড়া কয়েকটি মিউজিক ভিডিওতেও তাকে দেখা গেছে।

মিডিয়ায় কাজের সংখ্যা কম হলেও সোশ্যাল মিডিয়ায় নায়লা নাঈম প্রায়ই নিজেকে খোলামেলা আঙ্গিকে তুলে ধরেন।

কিছুদিন আগ পর্যন্ত তিনি সোশ্যাল মিডিয়ায় বিরতি নিয়েছিলেন এবং অনেকটা আড়ালে ছিলেন।

সম্প্রতি তিনি আবার সক্রিয় হয়েছেন এবং নিজস্ব ধারা বজায় রেখে ছবি ও পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন।

শনিবার বিকেলে নায়লা ফেসবুকে নিজেকে ‘লেডি বাইকার’ হিসেবে পরিচয় দিয়ে ছবি শেয়ার করেন। পোস্টে তিনি উল্লেখ করেন,

“বাইক চালানো শেখা শুরু ছোটবেলায়, ছোট খালার সঙ্গে স্কুটার চালিয়ে বিভিন্ন পথ পাড়ি দিতে হতো। বড় মামার বাইকে প্রাকটিস করেছি।

গত পাঁচ বছর ধরে নিয়মিত বাইক চালাচ্ছি। বাইক আমার জন্য স্বাধীনতার প্রতীক, চুলে হাওয়া লাগা মানে আমার কাছে অদম্য শক্তি। শহর বদলাচ্ছে, আমিও বদলাচ্ছি। কিন্তু আমার অ্যাটিটিউড বদলায় না।”

নায়লার পোস্টে ফলোয়াররা বিপুল প্রতিক্রিয়া দেখিয়েছেন।

কেউ তার সাহসকে প্রশংসা করেছেন, আবার কেউ সাবধানতার কারণে উদ্বেগ প্রকাশ করেছেন। একজন কমেন্ট করেছেন, “এভাবে যদি কোনো লেডি বাইকার রাস্তায় বাইক চালান, সড়ক দুর্ঘটনা বেড়ে যেতে পারে।”

পোস্টের প্রতিক্রিয়ায় দেখা যায়, নায়লার স্বাধীন মনোভাবের প্রতি অনেকেই সমর্থন জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন