মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ার-৭ আসনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন যারা

আকতারুল আলম তিনু, বগুড়া
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

দেশজুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে একক প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সবচেয়ে বড় চমক এসেছে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রার্থী হওয়ায়। দীর্ঘ ১৭ বছর পর তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। এবার তিনি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর আগে বেগম খালেদা জিয়া একাধিকবার বগুড়া-৬ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে এবার তিনি সেই আসনটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার পুত্র তারেক রহমানের জন্য ছেড়ে দিয়েছেন। তারেক রহমান এবার বগুড়া-৬ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বগুড়ার সাতটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীরা হচ্ছেন-

* বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা): কাজী রফিকুল ইসলাম

* বগুড়া-৩ (আদমদিঘী-দুপচাচিয়া): আব্দুল মুহিত তালুকদার

* বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম): মোশারফ হোসেন

* বগুড়া-৫ (শেরপুর-ধুনট): গোলাম মোহাম্মাদ সিরাজ

* বগুড়া-৬ (সদর): তারেক রহমান

* বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর): বেগম খালেদা জিয়া

তবে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের প্রার্থী কে হবেন সেটির ঘোষণা আপাতত স্থগিত রাখা হয়েছে। রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, বিএনপি'র শরিক দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে এই আসনটি ছেড়ে দেয়া হতে পারে।

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের একসঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণায় বগুড়ার রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়ে পড়েছে। স্থানীয় নেতাকর্মীরা ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশে মাঠে নেমে পড়েছেন, পোস্টার-ফেস্টুনে ছেয়ে যাচ্ছে গোটা শহর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন