

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, এবার বিএনপি দেশের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এর অংশ হিসেবে জামালপুর জেলার পাঁচ আসনের প্রার্থীদের নামও প্রকাশ করা হয়।
ঘোষিত সম্ভাব্য প্রার্থীরা হলেন, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ): এম রশিদুজ্জামান মিল্লাত, কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি।
জামালপুর-২ (ইসলামপুর): সুলতান মাহমুদ বাবু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি।
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ): মোস্তাফিজুর রহমান বাবুল, কেন্দ্রীয় কমিটির জলবায়ু বিষয়ক সহসম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি।
জামালপুর-৪ (সরিষাবাড়ী): মো. ফরিদুল কবির শামীম তালুকদার, জেলা বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।
জামালপুর-৫ (সদর): শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক।
মনোনয়নের ঘোষণার পর থেকে জামালপুরের বিভিন্ন এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। কেউ কেউ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন।
মন্তব্য করুন