মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনায় ৫টি আসনে বিএনপির প্রার্থী হলেন যারা 

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১০:৩৭ পিএম
নেত্রকোনায় ৫টি আসনে বিএনপির প্রার্থীরা 
expand
নেত্রকোনায় ৫টি আসনে বিএনপির প্রার্থীরা 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণায় নতুন উদ্দীপনা নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও আন্দোলনের পর এবার জেলায় পাঁচটি আসনেই শক্তিশালী ও জনপ্রিয় প্রার্থী ঘোষণা করেছে দলটি। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের চূড়ান্ত তালিকা অনুযায়ী

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ আনোয়ারুল হক, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী, নেত্রকোনা-৪ (মদন-খালিয়াজুরী-মোহনগঞ্জ) আসনে সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এবং নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে তৃণমূলের জনপ্রিয় নেতা ও উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের তালুকদার মনোনয়ন পেয়েছেন।

দলীয় সূত্র জানায়, মাঠ পর্যায়ে তৃণমূলের মতামত ও স্থানীয় জনপ্রিয়তা যাচাইয়ের ভিত্তিতেই এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। নেত্রকোনার রাজনীতিতে বিএনপির নতুন এই জাগরণে কর্মী-সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ ও আত্মবিশ্বাসের সঞ্চার।

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন এখন নির্বাচনী অভিযাত্রায় রূপ নিচ্ছে। পাঁচটি আসনেই জয়ের লক্ষ্যে বিএনপির প্রার্থীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন