

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণায় নতুন উদ্দীপনা নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও আন্দোলনের পর এবার জেলায় পাঁচটি আসনেই শক্তিশালী ও জনপ্রিয় প্রার্থী ঘোষণা করেছে দলটি। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের চূড়ান্ত তালিকা অনুযায়ী
নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ আনোয়ারুল হক, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী, নেত্রকোনা-৪ (মদন-খালিয়াজুরী-মোহনগঞ্জ) আসনে সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এবং নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে তৃণমূলের জনপ্রিয় নেতা ও উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের তালুকদার মনোনয়ন পেয়েছেন।
দলীয় সূত্র জানায়, মাঠ পর্যায়ে তৃণমূলের মতামত ও স্থানীয় জনপ্রিয়তা যাচাইয়ের ভিত্তিতেই এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। নেত্রকোনার রাজনীতিতে বিএনপির নতুন এই জাগরণে কর্মী-সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ ও আত্মবিশ্বাসের সঞ্চার।
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন এখন নির্বাচনী অভিযাত্রায় রূপ নিচ্ছে। পাঁচটি আসনেই জয়ের লক্ষ্যে বিএনপির প্রার্থীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।
মন্তব্য করুন