মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-১৭: হিরো আলমের প্রতিদ্বন্দ্বী আন্দালিব রহমান পার্থ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১১:৫৩ এএম
আন্দালিব রহমান পার্থ ও হিরো আলম
expand
আন্দালিব রহমান পার্থ ও হিরো আলম

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম (হিরো আলম)।

এবার তিনি রাজধানীর ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী হবেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

হিরো আলম জানিয়েছেন, এবারও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই মাঠে নামবেন। তবে কয়েকটি রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করছে। তিনি বলেন, “বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা চলছে।

এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। যদি মত ও লক্ষ্যে মিল পাই, কোনো দলে যোগ দিতে পারি; অন্যথায় স্বাধীন প্রার্থী হিসেবেই নির্বাচন করব।”

প্রার্থিতা নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে হিরো আলম বলেন, “নির্বাচন আমার কাছে কেবল জয়-পরাজয়ের বিষয় নয়—এটা প্রতিবাদের মাধ্যমও। আমি যেমন আগে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কথা বলেছি, এবারও বলব।

জনগণ যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি শত ভোট পেলেও খুশি থাকব, যদি মানুষ আনন্দঘন পরিবেশে ভোট দিতে পারে।”

নিজেকে “নিম্নবিত্ত শ্রেণির কণ্ঠস্বর” আখ্যা দিয়ে তিনি বলেন, “আমার লক্ষ্য সংসদে গিয়ে সেই সব মানুষদের প্রতিনিধি হওয়া, যারা সমাজের সবচেয়ে অবহেলিত।

ঢাকা-১৭ আসনটি গঠিত হয়েছে ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা, মহাখালী ও মিরপুরের কিছু অংশ নিয়ে। এখানে ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন