

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির শীর্ষ নেতারা কে কোন আসনে লড়বেন তা জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা-১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর-৪ আসনে সদস্য সচিব আখতার হোসেন, ঢাকা-৯ আসনে সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, ঢাকা-১৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কুমিল্লা-৪ আসনে মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়-১ আসনে মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, নোয়াখালী- ৬ আসনে সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ, ঢাকা-১৪ আসনে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও নরসিংদী-২ আসনে যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার প্রার্থীতা করবেন বলে জানা গেছে।
সোমবার সন্ধ্যায় ময়মনসিংহের একটি হোটেলে বিভাগের ৪টি জেলার আহ্বায়ক এবং সদস্য সচিববের সাক্ষাতকার অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সাক্ষাতকার পরবর্তী সংবাদ সম্মেলনে সারজিস বলেন, ‘আগামী নির্বাচনে এনসিপি এখন পর্যন্ত ৩০০ আসনে নিজেদের প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাই নিজেদের সংগঠনকে শক্তিশালী করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা যদি আমাদের সংগঠনকে শক্তিশালী করতে পারি, ডিসেম্বরের মধ্যে যদি প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি থাকে, তাহলে ৩০০ আসনে আমরা শক্তিশালী প্রার্থী দিতে পারব।’
মন্তব্য করুন

