মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহের ৯টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১০:২২ পিএম
ময়মনসিংহের ৯টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
expand
ময়মনসিংহের ৯টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারাদেশের ন্যায় ময়মনসিংহের ৯ টি আসনে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, ময়মনসিংহ জেলার ১১টি আসনের মধ্যে ৯টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।

প্রার্থীরা হলেন— ময়মনসিংহ-১( হালুয়াঘাট-ধোবাউড়া): ইমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা: মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ-৩ (গৌরীপুর): ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা): জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া): আখতারুল আলম ফারুক, ময়মনসিংহ-৭ (ত্রিশাল): ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ): লুতফুল্লাহেল মাজেদ বাবু, ময়মনসিংহ-৯ (নান্দাইল): ইয়াসের খান চৌধুরী এবং ময়মনসিংহ-১১ (ভালুকা): ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

তবে ময়মনসিংহ-৪ (সদর) আসনের প্রার্থী ঘোষণা আপাতত স্থগিত রাখা হয়েছে। এছাড়া গফরগাঁও (ময়মনসিংহ-১০) আসনের প্রার্থীর নাম পরে জানানো হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন