মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালী -১ আসনে ধানের শীষের কাণ্ডারী আলতাফ হোসেন চৌধুরী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম
সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ারভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী
expand
সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ারভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী

পটুয়াখালী -১ সদর আসনে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ারভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ারভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীর নাম ঘোষণা করা হয়।

পটুয়াখালী-১ সদর ,মির্জাগঞ্জ ও দুমকী নিয়ে গঠিত ১১০ সংসদীয় আসনের জন্য মনোনীত হয়েছেন তিনি।

এ দিকে সন্ধ্যায় নাম ঘোষণার পর-পরই হাজার নেতা-কর্মী ভীড় করতে থাকেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীর বাস ভবনের সামনে।

মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে আলতাফ হোসেন চৌধুরীর পটুয়াখালীস্থ বাসভবন সুরাইয়া ভিলা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন