মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি’র সমর্থন পেতে পারেন ইসলামী দলের ১২ নেতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ এএম
ইসলামী সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ-ফাইল ছবি
expand
ইসলামী সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ-ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও তাদের সহযোগী ইসলামী দলগুলোর মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

দলীয় সূত্রে জানা গেছে, ইসলামী দলগুলোর অন্তত ১২ নেতাকে বিএনপির সমর্থনে প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এসব আসনে ইতোমধ্যে প্রার্থীরা প্রচার চালাতে শুরু করেছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ইসলামী দলগুলোর সঙ্গে আসন সমঝোতা নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এলে চূড়ান্ত করা হতে পারে।

বিএনপি ও ইসলামী দলগুলোর নেতারা জানান, সম্প্রতি উভয় পক্ষের মধ্যে কয়েক দফা অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। সেখানে একক প্রার্থী দেওয়া ও আসন ভাগাভাগির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনার ভিত্তিতে আপাতত ১২টি আসনে ইসলামী দলগুলোর প্রার্থীদের পক্ষে সমর্থন দেওয়ার বিষয়ে বিএনপি সম্মতি জানিয়েছে।

যে আসনগুলো ইসলামী দলের প্রার্থীদের জন্য বিবেচনায় রয়েছে—

সিলেট-৪ (গোয়াইনঘাট–জৈন্তাপুর–কোম্পানীগঞ্জ): জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট): জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা): জমিয়তের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসেন কাসেমী, চট্টগ্রাম-১২ (পটিয়া): নেজামে ইসলাম পার্টির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ): জমিয়তের সহসভাপতি ও হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, কুমিল্লা-২ (হোমনা–তিতাস): ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান–শ্রীনগর): মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব মধুপুর), চট্টগ্রাম-২ (ফটিকছড়ি–ভুজপুর): নেজামে ইসলাম পার্টির আন্তর্জাতিক সম্পাদক মাওলানা শেখ মোহাম্মদ শাহজাহান, ঢাকা-১৩ (মোহাম্মদপুর–আদাবর): খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, শরীয়তপুর-১ (পালং–জাজিরা): খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ফরিদপুর-১ (বোয়ালমারী–আলফাডাঙ্গা–মধুখালী): খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী–বায়েজিদ বোস্তামী): জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দীন মুনির

কুমিল্লা-২ আসনের সম্ভাব্য প্রার্থী ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি জানান, তিনি ইতোমধ্যে প্রচারণা শুরু করেছেন। তবে বিএনপির সঙ্গে এখনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। তাঁর ভাষায়, “জোট গঠনের সম্ভাবনা রয়েছে। ইসলামী দলগুলোর সঙ্গে বিএনপি যোগাযোগ রাখছে এবং সমন্বিতভাবে নির্বাচনে অংশ নেওয়ার চিন্তা করছে।”

এর আগে গত এপ্রিল মাসে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে বৈঠক হয়। পরবর্তীতে আগস্টে বিএনপির প্রতিনিধি দল চট্টগ্রামের বাবুনগর মাদ্রাসায় হেফাজতের আমির মাওলানা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করে।

সেই ধারাবাহিকতায় ধর্মভিত্তিক সংগঠনগুলোর সঙ্গে বৃহত্তর নির্বাচনী জোট গঠনের বিষয়টি এখন বিএনপির আলোচনার কেন্দ্রবিন্দুতে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন