মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মোনামির করা মামলায় আসামি যারা, সংযুক্ত স্ক্রিনশটও

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৪১ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর শেহরীন আনিম ভূইয়া মোনামি
expand
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর শেহরীন আনিম ভূইয়া মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর শেহরীন আনিম ভূইয়া মোনামি তাঁর বিকৃত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন। সোমবার (৩ নভেম্বর) তিনি শাহবাগ থানায় এজাহার দায়ের করেন।

মামলায় চারজনকে নামীয় আসামি করা হয়েছে—সাংবাদিক ও কর্মী মুজতবা খন্দকার, লেখক মহিউদ্দিন মোহাম্মদ, ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন এবং আশফাক হোসাইন ইভান। পাশাপাশি অজ্ঞাত আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগ পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এজাহারে বলা হয়েছে, আসামিরা মোনামির ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন এবং সেখানে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করেছেন। মামলার সঙ্গে আসামিদের ফেসবুক আইডির তথ্য ও পোস্টের স্ক্রিনশট যুক্ত করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, অজ্ঞাত ব্যক্তিরাও বিভিন্ন ফেসবুক আইডি থেকে একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

মোনামি বলেন, “দীর্ঘদিন ধরে আমার ছবি বিকৃত করে অনলাইনে ছড়ানো হচ্ছে। এতে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। সহকর্মী ও পরিবারের সঙ্গে পরামর্শ করেই মামলাটি করেছি।”

মামলায় আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন