

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে নিজেদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে। সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ ব্রিফিংয়ে এই ঘোষণা দেন।
গাজীপুরের চারটি গুরুত্বপূর্ণ আসনে দলটির পক্ষ থেকে যাদের মনোনয়ন দেওয়া হয়েছে, তারা হলেনগাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নানের সুযোগ্য সন্তান এম মনজুরুল ইসলাম রনিকে গাজীপুর দুই আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে।
গাজীপুর তিন আসনে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। গাজীপুর চার আসনে বিএনপি’র স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ এর সুযোগ্য সন্তান শাহ রিয়াজুল হান্নান।এবং গাজীপুর পাঁচ আসনে মনোনীত করা হয়েছে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি একে এম ফজলুল হক মিলনকে।
ঘোষণা অনুযায়ী,গাজীপুর এক আসনে প্রার্থীর নাম পরে জানানো হবে। এছাড়াও, নবগঠিত গাজীপুর ছয় আসনেও কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি এবং ধারণা করা হচ্ছে এই আসনেও পরে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যেসব আসনে এখনও প্রার্থী দেওয়া হয়নি, সেগুলো পরে ঘোষণা করা হবে। পাশাপাশি, জোটের শরিকদের জন্য কিছু আসন ছাড়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা এক জরুরি বৈঠকে বসেন। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই সভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের করণীয় নির্ধারণ করাই ছিল এই বৈঠকের মূল আলোচ্য বিষয়।সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির উল্লেখযোগ্য সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। এর মধ্যে রয়েছেন- ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মন্তব্য করুন