মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে মনোনয়ন দাবিতে মিছিল

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০২:৫২ পিএম
টুকুর পক্ষে মনোনয়ন দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা
expand
টুকুর পক্ষে মনোনয়ন দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা

টাঙ্গাইলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে মনোনয়ন দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌর উদ্যান থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান,টাঙ্গাইল সদর আসনে সুলতান সালাউদ্দিন টুকুর বিকল্প কোনো প্রার্থী নেই। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে ছিলেন এবং টাঙ্গাইলের মানুষের ভালোবাসা অর্জন করেছেন। আমরা একমাত্র টুকুর পক্ষে মনোনয়ন চাই।

মিছিলে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী,যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ হাসান মালা সহ স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন