

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘিরে গতকাল উত্তেজনা দেখা গেছে। পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা সংঘর্ষের পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে বিক্ষোভকারীরা উপস্থিত ছিলেন না, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক উত্তেজনা এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ ছিল, কিন্তু পুলিশ, সেনা ও বিজিবির তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। সাধারণ চলাচলও স্বাভাবিক হয়েছে।
সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছেন। কেউ বাড়িতে প্রবেশ করতে পারছেন না এবং আশপাশের এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে।
গতকাল সোমবার সকাল থেকে কিছু বিক্ষুব্ধ ব্যক্তি বাড়ির অবশিষ্ট অংশ ভাঙার চেষ্টা করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও মানুষ উপস্থিত হন। দুপুরের পর পুলিশ বাধা দিলে বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে সক্ষম হননি। সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া সন্ধ্যা পর্যন্ত চলেছে এবং রাত পর্যন্ত পরিস্থিতি স্থিতিশীল ছিল।
মন্তব্য করুন
