মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, আটক ৩

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১০:১৩ পিএম
কুমিল্লায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
expand
কুমিল্লায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

কুমিল্লার চান্দিনায় চোর সন্দেহে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে মুছা (২৬) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রবিবার (২৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার বরকরই ইউনিয়নের চাঁদসার গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সোমবার (২৪ নভেম্বর) দুপুরে মুছার মরদেহ উদ্ধার করে। নিহত মুছা একই ইউনিয়নের কাদুটি গ্রামের আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, চাঁদসার বাজারের মোবাইল ব্যবসায়ী ময়নাল হোসেন প্রায় ১০ দিন আগে কাদুটি বাজার থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের হামলার শিকার হন। তখন তাঁর কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা ও কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। সেই ঘটনার পর থেকেই মুছাকে সন্দেহ করে আসছিলেন তিনি। ঘটনাটির পর মুছা প্রায় ৮-১০ দিন বাড়ি না থাকায় সন্দেহ আরও বাড়ে। রবিবার রাত সাড়ে ১২টার দিকে মুছা বাড়িতে ফিরলে তাঁর পরিবারের সদস্যরা বিষয়টি ময়নাল হোসেনকে জানান। কিছুক্ষণ পর ময়নাল, তোফাজ্জলসহ কয়েকজন মিলে বাড়ি থেকে মুছাকে ধরে নিয়ে যায়। পরে প্রকাশ্যে তাকে পিটিয়ে আহত করা হলে তিনি ঘটনাস্থলেই মারা যান বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর অভিযুক্তরা মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

ময়নালের চাচাতো ভাই ও ইউপি সদস্য সামির হোসেন বলেন, ১০-১২ দিন আগে ময়নালকে ধরে বৈদ্যুতিক শক দিয়ে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছিল একটি সংঘবদ্ধ চক্র। মুছা হত্যাকাণ্ডের সময় আমি বাড়িতে ছিলাম না। পরে শুনেছি, মুছার পরিবারের লোকজনই খবর দিয়ে তাকে ডেকে আনে।

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের নাম-পরিচয় এখনই প্রকাশ করা যাচ্ছে না। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন