বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে রেলাইনে পাশে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০১:০৬ পিএম আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের রহমত পাড়া রেললাইনের পাশে ঘটনা ঘটে।

বুধবার(১২ নভেম্বর)বিকেল ৫টার দিকে উপজেলার রহমত পাড়ার কুমিরা স্টেশনের মধ্যবর্তী ঢাকাগামী রেললাইনের তিপ্পান্ন নম্বার পিলারের ব্রিজের নিচে এক অজ্ঞাত বৃদ্ধের(৬৩) লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেল পুলিশকে খবর দেয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধের মৃতদেহটি উদ্ধার করেন।ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় তার মাথায় জখম হয়ে ঘটনাস্থলে মারা যান।

তবে নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন শেষে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে উক্ত বিষয়টি নিশ্চিত করেন,সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ আশরাফ ছিদ্দিক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন