বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা তারিখ ঘোষণা

জাবি প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
expand
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ২১ ডিসেম্বর।

বুধবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান প্রতিবেদকের প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভর্তি পরীক্ষার সময়সূচি ও ইউনিটভিত্তিক বিস্তারিত তথ্য শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমের মাধ্যমে প্রকাশ করা হবে। ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে।

প্রসঙ্গত, এবারের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কেন্দ্র ও আসনসংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটি পরবর্তীতে জানাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন