

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সরকার পতনের পর নিষিদ্ধ হওয়া রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলগুলোতে অর্থের বিনিময়ে কর্মী-সমর্থক আনা হচ্ছে-এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ।
তদন্তে উঠে এসেছে, এসব মিছিলে অংশগ্রহণের জন্য প্রতি জনকে ৫ হাজার টাকা, আর ব্যানার ধরার জন্য দেওয়া হচ্ছে ৮ হাজার টাকা পর্যন্ত। শুধু রাজধানী নয়, এসব কর্মসূচিতে যোগ দিতে বিভিন্ন জেলা থেকেও কর্মী আনা হচ্ছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, চলতি বছরের মে মাসে সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবুও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করেই ঝটিকা মিছিল ও ছোট আকারের সমাবেশে অংশ নিতে দেখা যাচ্ছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের।
পুলিশ সূত্রে জানা গেছে, এই মিছিলগুলো থেকে ককটেল বিস্ফোরণ, ইট-পাটকেল নিক্ষেপসহ বেশ কিছু নাশকতামূলক কর্মকাণ্ড ঘটছে, যার উদ্দেশ্য জনমনে আতঙ্ক সৃষ্টি করা।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)–এর মিডিয়া বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রাজনৈতিক কর্মসূচির আড়ালে মূলত নাশকতার উদ্দেশ্যেই এসব মিছিল করা হচ্ছে। গ্রেপ্তার হওয়া কর্মীদের জিজ্ঞাসাবাদে অর্থের বিনিময়ে অংশগ্রহণের প্রমাণ পাওয়া গেছে।
তিনি আরও বলেন, যারা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে। একই সঙ্গে যারা আশ্রয়, অর্থ বা ইন্ধন দিচ্ছে, তারাও আইনের আওতায় আসছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১০ মাসে নাশকতার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় সাড়ে তিন হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।
সমাজ ও অপরাধ বিশ্লেষকরা বলছেন, অর্থের বিনিময়ে এমন রাজনৈতিক কর্মসূচি নতুন ধরনের বিশৃঙ্খলা ও সহিংসতার ঝুঁকি তৈরি করছে।
বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সাধ্যমতো গ্রেপ্তার অভিযান চালাচ্ছে, কিন্তু শুধু গ্রেপ্তার করেই এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর পেছনের অর্থায়ন ও সংগঠিত পরিকল্পনাগুলো চিহ্নিত করাও জরুরি।
মন্তব্য করুন
