বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সাইফুল বারীর গীতিকথায় গাইলেন লায়লা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম
লায়লা
expand
লায়লা

প্রেম, অভিমান আর অপেক্ষার সুরে গীতিকবি সাইফুল বারীর কথায় তৈরি হলো নতুন গান ‘প্রেমো মালা’। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অনিম খান, কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা। প্রযোজনায় ছিলেন অজেয় শাওন। গানটি শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে এএস সিরিজের ইউটিউব চ্যানেলে।

গানটির কথায় ফুটে উঠেছে ভালোবাসা ও সম্পর্কের কোমল টানাপোড়েন। কিছু অংশের লিরিক্স এমন—

"মনের ডালে দুঃখের পাখি করে ডাকাডাকি, এখনো তো বন্ধু আমি তোমার আশায় থাকি। যদি আমায় পড়ে মনে, আইসো আমার বাড়ি, প্রেমো মালা দেবো গলে, ভুইলা সকল আড়ি।"

গীতিকবি সাইফুল বারী বলেন, “এই গানে আমি চেয়েছি সহজ ভাষায় প্রেম ও সম্পর্কের গভীর অনুভূতি প্রকাশ করতে। আশা করি শ্রোতাদের মনে ছোঁয়া দেবে।”

কণ্ঠশিল্পী লায়লা বলেন, “সাইফুল বারীর কথাগুলো এমনভাবে লেখা যে গাইতে গাইতে আবেগে ভেসে গেছি। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে বিশ্বাস করি।”

সুরকার ও সংগীত পরিচালক অনিম খান জানান, “গানের কথার প্রতিটি লাইনে একেকটা অনুভূতি আছে। আমি চেষ্টা করেছি সুরে সেই আবেগগুলো তুলে ধরতে।”

প্রডিউসার অজেয় শাওন বলেন, “প্রেমো মালা আমাদের টিমের বিশেষ কাজ। আমরা ভালোবাসা দিয়ে এটি তৈরি করেছি—শ্রোতারা নিশ্চয়ই অনুভব করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন