

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামী বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন মুসলমান হজে অংশ নিতে পারবেন -চলতি বছরের তুলনায় এই সংখ্যা ৪৮ হাজার ৬৯৮ জন কম।
মঙ্গলবার (১১ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এবং সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ।
চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজের কোটা নির্ধারণ করা হলেও ৮৭ হাজার ১০০ জন নিবন্ধন করেছিলেন। ২০২৪ সালেও খরচ বেড়ে যাওয়ার কারণে প্রায় ৩৩ শতাংশ কোটা পূরণ হয়নি, সে বছর হজে গিয়েছিলেন ৮৫ হাজার ২৫৭ জন।
চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, হজযাত্রী নিবন্ধনের শেষ তারিখ ছিল ১২ অক্টোবর, তবে তা চার দিন বাড়ানো হয়েছে।
এদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকদের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
বিশেষ হজ প্যাকেজ (খাবার ও কোরবানি-সহ): ৭ লাখ ৫০ হাজার টাকা
সাধারণ হজ প্যাকেজ: ৫ লাখ ৫০ হাজার টাকা
সাশ্রয়ী হজ প্যাকেজ: ৫ লাখ ১০ হাজার টাকা
অন্যদিকে, সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে...
প্যাকেজ–১: ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা
প্যাকেজ–২: ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা
প্যাকেজ–৩: ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা
এ ছাড়া বেসরকারি মাধ্যমের ‘সাধারণ হজ প্যাকেজ’ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা।
চুক্তি স্বাক্ষরের আগে ধর্ম উপদেষ্টা সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর সঙ্গে হজ ব্যবস্থাপনা ও সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন। তিনি মিনা, আরাফা ও মুজদালিফায় তাঁবু, পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা বাড়ানোর অনুরোধ জানান।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বাংলাদেশের হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন ধর্ম সচিব মো. কামাল উদ্দিন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, সৌদি হজ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার হাসান মানাখারা, বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াহ, এবং জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেনসহ দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা।
চুক্তি শেষে সৌদি মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ধর্ম উপদেষ্টা, যা তিনি সানন্দে গ্রহণ করেন।
মন্তব্য করুন
