শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গণঐক্য ভাঙার অপচেষ্টা রুখে দিতে হবে: ফখরুল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৮:৪৮ এএম
expand
গণঐক্য ভাঙার অপচেষ্টা রুখে দিতে হবে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা সংকটের সময়ে নিজেদের কর্মীদের একা ফেলে পালিয়ে যায়, এমন নেতৃত্ব বিএনপিতে দরকার নেই।

তাঁর মতে, সঠিক নেতা সেই, যিনি যেকোনো পরিস্থিতিতে সাহসিকতার সঙ্গে দলের নেতাকর্মীদের পাশে দাঁড়াতে পারেন এবং তাদের সঙ্গে নিয়ে পথ চলতে পারেন।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ অনুষ্ঠানে মতুয়া সম্প্রদায়ের প্রায় ৫০ জন সদস্য বিএনপিতে যোগ দেন। এদের নেতৃত্বে ছিলেন বাবু সোমনাথ দে, বাবু কপিল কৃষ্ণ মণ্ডল এবং বাবু সমেন সাহা।

যোগদানকারীরা মির্জা ফখরুলের হাতে ফুল তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যুক্ত হন।

এ সময় বিএনপি মহাসচিব বলেন, ১৯৯১ সালের নির্বাচন-পরবর্তী সময় এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান—এই দুই গুরুত্বপূর্ণ সময়েই দলীয় ঐক্য গড়ে উঠেছে। কিন্তু কিছু মহল সে ঐক্যকে দুর্বল করার পাঁয়তারা করছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই অপপ্রচেষ্টা মোকাবিলা করার আহ্বান জানান।

মতুয়া সম্প্রদায়ের উদ্দেশে ফখরুল বলেন, সুখে-দুঃখে বিএনপি সবসময় আপনাদের পাশে থাকবে। কোনো অবস্থাতেই নিজেদের একা ভাববেন না। দলের পক্ষ থেকে আপনাদের সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে।

সরকার এবং প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে বলছি—সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো হয়রানি আমরা বরদাস্ত করব না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বাবু বিজন কান্তি সরকার, বাবু রমেন বাবুসহ অন্যান্য নেতারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন