

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়েছে। তাই তাকে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে দেখা যাবে না।
সূত্র জানায়, তাকে গ্রহণের বিষয়ে কোপেনহেগেনের উদ্দেশে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই সম্মতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
এখন শুধু ক্লিয়ারেন্স প্রক্রিয়া শেষ হলেই তার নিয়োগ নিশ্চিত হবে। এ প্রক্রিয়ায় এক থেকে তিন মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, কেবল তিনিই নন— সরকারের আরও কয়েকজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকেও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের বিষয়টি বিবেচনায় আছে।
তাঁদের মধ্যে আছেন এসডিজি বিষয়ক দূত লামিয়া মোর্শেদ, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকী এবং তাঁর বোন হুসনা সিদ্দিকী।
বিদেশে শূন্য হতে যাওয়া কিছু মিশনের তালিকায় রয়েছে সিঙ্গাপুর, হেগ, থিম্পু, ইয়াঙ্গুন ও তেহরান।
আলোচনায় থাকা ব্যক্তিদের মধ্যে লুতফে সিদ্দিকী সিঙ্গাপুরে, হুসনা সিদ্দিকী হেগে রাষ্ট্রদূতের পদে আগ্রহী বলে জানা গেছে। অন্যদিকে লামিয়া মোর্শেদ ইউরোপের কোনো দেশে দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিক ফাইলওয়ার্ক শুরু হয়নি, তবে আলোচনা চলছে।
এদিকে এই প্রস্তাবিত নিয়োগ নিয়ে কূটনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে মনে করছেন, দীর্ঘদিনের অভিজ্ঞ পেশাদার কূটনীতিকরা এমন গুরুত্বপূর্ণ পদ থেকে বঞ্চিত হতে পারেন, কারণ এসব পদে আসছেন প্রশাসনিক বা রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা।
মন্তব্য করুন
