বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপির মিছিলে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৮:২১ এএম আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৩২ এএম
এনসিপির মশাল মিছিল
expand
এনসিপির মশাল মিছিল

নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মশাল মিছিলে হঠাৎ এক অজ্ঞাত যুবকের ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে কিছুক্ষণ উত্তেজনা সৃষ্টি হয়। উপস্থিত নেতাকর্মীরা তাকে ধরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।

বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে মশাল মিছিল শুরু করে এনসিপি। মিছিলটি চাষাড়া হয়ে বাগে জান্নাত জামে মসজিদের সামনে পৌঁছালে সামনে থেকে এক যুবক হঠাৎ জোরে ‘জয় বাংলা’ স্লোগান দেন।

এতে অংশগ্রহণকারীদের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। কয়েকজন কর্মী দৌড়ে যুবকটিকে ধরতে গেলে তিনি পাশের গলিপথে ঢুকে পালিয়ে যান। পরে অনুসন্ধান চালিয়েও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিস্থিতি শান্ত হলে মিছিল পুনরায় শুরু হয়।

ঘটনাস্থলে এনসিপির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, জাতীয় যুবশক্তির সংগঠক নিরব রায়হান, সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম ও সারফারাজ হক সজিবসহ এনসিপি, জাতীয় যুবশক্তি, ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শওকত আলী বলেন, “মিছিল চলাকালে পেছন দিক থেকে এক যুবক চিৎকার করে বলেছিল, ‘আমি জয় বাংলা করি, আমারে কিছু কর।’ আমরা তখন তাকে ধরতে যাই, কিন্তু সে পালিয়ে যায়। বিষয়টি অপ্রত্যাশিত হলেও কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ করেছি।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন