বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মহাসড়কে আ.লীগ কর্মীদের অস্ত্র নিয়ে মহড়া, যানবাহন চলাচল বিঘ্ন

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১০:২৮ এএম আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১০:৩০ এএম
আওয়ামী লীগের কর্মীরা ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়ক ও বরিশাল মহাসড়কের অবরোধ করে
expand
আওয়ামী লীগের কর্মীরা ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়ক ও বরিশাল মহাসড়কের অবরোধ করে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন কর্মসূচি’ ঘিরে ঢাকা-খুলনা ও বরিশাল মহাসড়কের কয়েকটি অংশে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে নেতাকর্মীরা। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্ন হয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে উপজেলার সুয়াদি, পুখুরিয়া ও পুলিয়া এলাকায় দলীয় নেতাকর্মীরা ঢাল, রামদা, টেটা, কাটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে নিয়ে বিক্ষোভে অংশ নেন। তারা টায়ার জ্বালিয়ে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।

এর ফলে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ে ও ফরিদপুর–বরিশাল মহাসড়কে সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রাকিবুজ্জামান বলেন, “তিনটি স্থানে আওয়ামী লীগের কর্মীরা সড়ক অবরোধ করে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন