বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘দেশি মুরগি খেতে না পারা’ আলোচিত শিক্ষিকা শাহিনুর ৬ তলা ভবনের মালিক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ এএম
শাহিনুর আক্তার শ্যামলী। ছবি: সংগৃহীত
expand
শাহিনুর আক্তার শ্যামলী। ছবি: সংগৃহীত

সম্প্রতি রাজধানীতে শিক্ষক-কর্মচারীদের দাবিদাওয়া নিয়ে আয়োজিত এক আন্দোলনে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন শিক্ষক শাহিনুর আক্তার শ্যামলী।

আন্দোলনের একপর্যায়ে তিনি বলেন, “শিক্ষকরা দেশি মুরগি খেতেও পারেন না।” তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

তথ্য অনুসারে, শাহিনুর আক্তার শ্যামলী চাঁদপুরের হাজীগঞ্জ গার্লস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

তার স্বামী কুমিল্লার বড়ুয়া এলাকার একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

শ্যামলীর গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের বাসারা মোল্লা বাড়িতে।

পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে বড় ভাই সালাউদ্দিন মোল্লা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত এবং ছোট বোন সোহেলি চট্টগ্রামের এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ঢাকায় একটি কলেজে অধ্যয়নরত কন্যা এবং প্রাথমিক শ্রেণির এক পুত্রসন্তানের মা।

হাজীগঞ্জে তার একতলা পাকা বাড়ি রয়েছে, পাশাপাশি শ্বশুরবাড়ি কুমিল্লায় দুইতলা ভবনও আছে।

এছাড়া হাজীগঞ্জ বাজারের ডিগ্রি কলেজ রোডে ‘আরাম কটেজ’-এর পাশে তার মালিকানাধীন একটি ছয়তলা ভবনও রয়েছে। শিক্ষকতার পাশাপাশি তিনি একটি বিউটি পার্লার পরিচালনা করেন।

স্থানীয় শিক্ষক ও সহকর্মীরা জানান, শাহিনুর আক্তার দীর্ঘদিন ধরে শিক্ষক সমাজের ন্যায্য দাবির পক্ষে আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। হাজীগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন আন্দোলন কর্মসূচিতেও তার উপস্থিতি দেখা গেছে।

সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার পর তিনি নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন। শ্যামলী বলেন,

“আমি ব্যক্তি হিসেবে নয়, শিক্ষক সমাজের প্রতিনিধি হিসেবে কথা বলেছি। ‘দেশি মুরগি খাওয়া যায় না’ মন্তব্যটি দিয়ে আমি আসলে শিক্ষক সমাজের আর্থিক সংকট ও তাদের দৈনন্দিন কষ্টের প্রতীকী চিত্র তুলে ধরতে চেয়েছি।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন