

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুরের মাদারগঞ্জে পুকুরে পানিতে পড়ে তাসনিয়া (২) নামের দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার তারপাড়া মোসলেবাদ আইগেনী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসনিয়া মালয়েশিয়া প্রবাসী বাদশা মিয়ার একমাত্র মেয়ে।
নিহত পরিবার থেকে জানা যায় , আজ সোমবার দুপুরের দিকে তাসনিয়া বাড়ির আঙিনায় খেলছিল। কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর মসজিদের মাইকেও নিখোঁজ ঘোষণা করা হয়। পরে বাড়ির পাশের পুকুরে পানিতে শিশুটির মরদেহ ভেসে উঠতে দেখা যায়।
পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনার সময় তাসনিয়ার মা পাশের বাড়িতে ধান শুকানোর কাজে ছিলেন। বাড়িতে ফিরে এসে মেয়েকে না পেয়ে চারদিকে খোঁজা শুরু করেন। পরে পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুটিকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও পুরো এলাকায়।
মন্তব্য করুন