

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরের চরভদ্রাসনে সড়কে ইজিবাইকের সাথে ধাক্কা লেগে সিনহা নামে চার বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে চরভদ্রাসন-ফরিদপুর সড়কে এ ঘটনা ঘটে। সিনহা সদর ইউনিয়নের লোহারটাক গ্রামের সুজন মুন্সির মেঝ মেয়ে। তার আরও দুটি বোন রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনই সে বাড়ি থেকে ওই একই গ্রামে তার নানা শেখ ওমরের বাড়ি যায়। ওই বাড়ির অন্য শিশুদের সাথে খেলাধুলা করার জন্য। আজও সে নানা বাড়ি এসেছিল কিন্তু কখন সে সড়কের উপর চলে যায় তা ওই বাড়ির কেউ লক্ষ্য করেনি। দুপুরে পথচারীদের চিৎকারে তারা ওই সড়কের উপর গিয়ে দেখেন সিনহা আহত অবস্থায় পড়ে আছে। পথচারিরা জানায়, চরভদ্রাসন থেকে ফরিদপুরগামী একটি ইজি বাইকের সাথে ধাক্কা লেগে সিনহা পড়ে যায় । ইজিবাইক টি ওই স্থান থেকে দ্রুত সরে পরে।
পরবর্তীতে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গোফরানুল হক সিজান তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, পরিবারের কারো প্রতি অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন