মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে দুই কিশোরীকে অপহরণের অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম
অপহরণের অভিযোগ ওঠা কিশোরীরা
expand
অপহরণের অভিযোগ ওঠা কিশোরীরা

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আবদুল্লাহপুর হতে দুই কিশোরীকে একসাথে অপহরণ করার অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী দুই মেয়ের পরিবার থানায় অভিযোগ করেছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারীর পরিবার রবিবার (২৩ নভেম্বর) রাতে টঙ্গিবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছে। মামলার অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার আবদুল্লাহ পুর (অদ্ধনগর) এলাকার দুই কিশোরী পাশের বেতকা বাজারে যাওয়ার পথে রবিবার (২৩ নভেম্বর) বিকাল ৩ টার দিকে রহিম ব্রীজের উপর হতে সিএনজিতে তুলিয়া দুই কিশোর নিয়ে গেছে।

তবে এলাকাবাসী সুত্রে জানাগেছে, ওই দুই মেয়ের সাথে ঢাকার কেরানিগঞ্জ উপজেলার দুই কিশোরের প্রেমের সম্পর্ক ছিলো। সেই সম্পর্কের জেরে দুই কিশোরী একসাথে পালিয়ে গেছে।

তবে দুই কিশোরী একসাথে এলাকা হতে উধাও হওয়ায় বিষয়টি নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ওসি মোঃ সাইফুল আলম বলেন, তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন