

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরের ধর্মতলা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।
রোববার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটের দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা গামী নকশী কাঁথা মেইল ট্রেনটি যশোর অতিক্রম করার সময় ঘটনাটি ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর বলে জানিয়েছে পুলিশ।
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, ট্রেনের ধাক্কায় যুবকটি ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। কিন্তু মৃত ব্যক্তির কোনো পরিচয়পত্র বা এমন কোনো উপকরণ পাওয়া যায়নি, যার মাধ্যমে তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা সম্ভব হতো।
পরবর্তীতে পিবিআইয়ের সহায়তায় ফিঙ্গারপ্রিন্ট যাচাই করা হলেও কোনো ডাটাবেজে মিল পাওয়া যায়নি।
সিআইডির মাধ্যমে লাশের পরিচয় শনাক্তের অতিরিক্ত চেষ্টা চলছে বলেও জানান তিনি। আইনগত প্রক্রিয়া শেষে লাশটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাটি তদন্তে খুলনা রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
মন্তব্য করুন
