মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১১:২৭ এএম
মশাল মিছিল
expand
মশাল মিছিল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে পরাজয় ঠেকাতে ২০১৮ সালে সংসদে যাওয়া সাবেক এমপি ও দলের ঘোষিত প্রার্থী আমিনুল ইসলামের দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

রোববার (২৩ নভেম্বর) রাতে ভোলাহাট উপজেলার আম ফাউন্ডেশন চত্বর থেকে একটি মশাল মিছিলটি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মশাল মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতাকর্মীরা। বুয়েটের আহসানুল্লাহ হল সংসদের সাবেক ভিপি ও সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদের সমর্থকরা এই মশাল মিছিলের আয়োজন করে।

মতবিনিময় সভায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য ও ২০১৮ সালে আ.লীগের রাতের ভোটে দলের সীধান্ত অমান্য করে সংসদে যাওয়া সাবেক এমপি আমিনুল ইসলামকে মনোনয়ন দেয়া হয়েছে। যা প্রত্যাখান করেছে বিএনপির তৃনমূলের নেতাকর্মীরা।

কারণ গত ১৭ বছরে নেতাকর্মীদের নির্যাতন-নিপীড়নের সময় তিনি পাশে দাঁড়াননি, এননকি খোঁজ-খবরও নেননি। তাই অবিলম্বে তার মনোনয়ন প্রত্যাহার করে ত্যাগী নেতাকে ধানের শীষের মনোনয়ন দেয়া হোক।

এসময় তারা আরও বলেন, এই আসনে আরও ১২-১৩ জন মনোনয়ন প্রত্যাশী নেতা রয়েছেন। তাদের মধ্য থেকে যেকোন নেতাকে মনোনয়ন দিলে তার পক্ষে কাজ করবে বিএনপির নেতাকর্মীরা।

আমিনুল ইসলাম এমপি থাকাকালীন সময়ে বিএনপি নেতাকর্মীদের পাশে না থাকাসহ হত্যা মামলা হামলায় জড়ানোরও দাবি করা হয়। দ্রুত সময়ের মধ্যে মনোনয়ন পরিবর্তন করা না হলে আগামীতে কঠোর কর্মসূচীরও হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

মশাল মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. সোহরাওয়ার্দী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম সেলিম, দপ্তর সম্পাদক বাকিউর রহমান বাকি, দলদলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক মুক্তার হোসেনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এর আগে একই দাবিতে গত শুক্রবার (২১ নভেম্বর) ভোলাহাট উপজেলা বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এর আগে বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে রহনপুরে সাবেক এমপি আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল করেন, মনোনয়ন বঞ্চিত গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তারিক আহমদের সমর্থকরা। একই দাবিতে গত রবিবার (১৬ নভেম্বর) নাচোল রেলস্টেশনে রেলপথ অবরোধ করেন বিএনপি নেতাকর্মীরা৷

এছাড়াও গত ১৫ নভেম্বর জেলার ভোলাহাটে আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল করেন নেতাকর্মীরা।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে গোমস্তাপুরে দলীয় সীধান্ত অমান্য করে ২০১৮ সালে সংসদে যাওয়া চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ সম্পাদক আমিনুল ইসলামের পুনরায় দেয়া দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা।

গত ১১ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে সমাবেশ করে নাচোল উপজেলা ও পৌর বিএনপি।

গত ০৬ নভেম্বর সমাবেশ করে দলীয় মনোনয়ন পাওয়া আমিনুল ইসলামকে বয়কটের ঘোষণা দেন, মনোনয়ন বঞ্চিত প্রার্থী জেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক সূচি এবং গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তারিক আহমদ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন