বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কাশিমপুর কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১০:৩৬ এএম
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে
expand
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা মিরপুর-১২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মুরাদ হোসেন (৬৫) মারা গেছে ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৫ টার দিকে কারারক্ষীরা তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, মারা যাওয়া মুরাদ হোসেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত মিরপুর-১২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ছিলেন। তার বাবার নাম আমজাদ হোসেন শিকদার। কারারক্ষীরা বন্দি মুরাদ হোসেনকে অচেতন অবস্থায় হাসপাতালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেল সুপার আবদুল্লাহ আল মামুন জানান, মুরাদ হোসেন হাজতি হিসেবে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

তার বিরুদ্ধে হত্যাসহ মোট তিনটি মামলা ছিল। তার হাজতি নম্বর: ১৬৪৪/২৫। তিনি কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়৷ কারাবিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন