

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতকে ১-০ গোলে হারিয়ে দিল বাংলাদেশ। চোট থেকে সুস্থ হয়ে ফেরা মিডফিল্ডার শেখ মোরসালিনই হলেন জয়ের নায়ক। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটে করা তার গোলই হলো নির্ণায়ক।
ম্যাচটা বাংলাদেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে। কারণ ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের পর আর কোনো স্বীকৃত ম্যাচে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ।
অন্যদিকে পাল্টা আক্রমণে দুর্দান্ত এক গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে বাঁ দিক থেকে রাকিব হোসেনের জোরাল পাস গোলকিপারের সামনে থেকে টোকা মেরে জালে জড়ান মোরছালিন। জাতীয় দলের জার্সিতে এটি তার সপ্তম গোল।
তবে ২৭ মিনিটে চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন ডিফেন্ডার তারিক কাজী। তার স্থলাভিষিক্ত হিসেবে নেমেছেন শাকিল আহাদ তপু।
বাংলাদেশ ১–০ গোলে এগিয়ে রয়েছে।
বাংলাদেশের একাদশ গোলরক্ষক: মিতুল মারমা রক্ষণভাগ: তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ ও সাদ উদ্দিন মাঝমাঠ: হামজা চৌধুরী, সোহেল রানা, শমিত সোম ও শেখ মোরছালিন। আক্রমভাগ: রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।
মন্তব্য করুন
