

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাগুরার মহম্মদপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) রাত প্রায় সাড়ে তিনটার দিকে এই অগ্নিকাণ্ডে অফিসের গুরুত্বপূর্ণ নথি ও কিছু আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
মহম্মদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিল্লাল হোসেন মৃধা জানান, উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন দেখা গেলে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার নির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
গ্রামীণ ব্যাংক শাখা ব্যবস্থাপক সোহানা সুলতানা জানান, অজ্ঞাত কেউ জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে মারায় আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে অফিসে থাকা কিছু কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে যায়। বিষয়টি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে, এবং দপ্তরের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিস একযোগে কাজ করে আগুন নেভায়। কারা এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে, তা জানতে তদন্ত চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণও তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে। তিনি জানান, ঘটনাটি নিয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন
