বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে কামালজামান মোল্লা সমর্থকদের বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৭:১০ পিএম আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম
কামাল জামান মোল্লা সমর্থকদের বিক্ষোভ
expand
কামাল জামান মোল্লা সমর্থকদের বিক্ষোভ

মাদারীপুর -১( শিবচর) বুধবার (১২ নভেম্বর) বিকেলে শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটের সামনে বিএনপি ও তার অঙ্গসংগঠনের সমর্থকরা আওয়ামী লীগ কর্তৃত্বের ১৩ নভেম্বরের 'লকডাউন' ঘোষণা এবং মাদারীপুর-১ আসনের মনোনয়ন স্থগিত করার সিদ্ধান্তের প্রতিবাদে বড় ধরনের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে মাদারীপুর -১ (শিবচর) বিএনপি মনোনয়ন প্রত্যাশী কামাল জামান নুরউদ্দিন মোল্লার হাজার হাজার সমর্থক,নেতাকর্মী অংশ নেয়।

প্রধান উদ্যোক্তা ও উপস্থিত বক্তারা দাবি করেন, আওয়ামী লীগ 'নিষিদ্ধ' হয়েছে এবং তারা আওয়ামী লীগ দলটাকে 'একটা চোরের দল হিসেবে ' আখ্যা দিয়ে সাধারণ মানুষ ও পুলিশ দেখা মাত্রই পালিয়ে যাওয়ার অভিযোগো করেন। বক্তারা আরও বলেন, লকডাউন ডেকে পালিয়ে যাওয়া পাতি নেতাদের জনগণ সহ্য করবে না; যদি আওয়ামী লীগের কোনো নেতারা সাধারণ মানুষের ক্ষতি করার চেষ্টা করে, তবে বাড়ি বাড়ি খুঁজে তাদের আটক করে পুলিশকে সহযোগিতা করা হবে, এমন হুমকিও দেন বক্তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক হাজী শাজাহান মোল্লা সাজু, পৌর দলের সদস্য সচিব মোঃ আজমল হোসেন খান সেলিম, উপজেলা বিএনপির নেতা মোঃ তাইজুল ইসলাম (তাজ) মোল্লা, পৌর ছাত্রদলের আহবায়ক সাঈদ হাসান শিহাব এবং শিবচরের ১৮টি ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা।

বক্তারা আরো দাবি জানান, কামাল জামান মোল্লার মনোনয়ন ফিরিয়ে না দিলে আন্দোলন আরও তীব্র করার ঘোষণা দেন।

মাদারীপুর-১ ( শিবচর) আসনের বিএনপি প্রার্থী কামাল জামানের মনোনয়ন স্থগিত হওয়ার ঘটনাটি জেলা রাজনীতিতে উত্তেজনা তৈরি করেছে এই মনোনয়ন বিরোধ থেকেই কেন্দ্রীয়ভাবে এবং স্থানীয়ভাবে কয়েক দফা বিক্ষোভের ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, মনোনয়ন স্থগিতের প্রতিবাদের রেশ থেকেই শিবচরে গত দিনগুলোয় জনসভা ও বিক্ষোভের ধারাবাহিকতা লক্ষ্য করা গেছে। সরকারের বা পুলিশের তরফে সমাবেশের সময় কোনো বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ বা গ্রেপ্তার/হতাহত সংক্রান্ত কোন বিবৃতি পাওয়া যায়নি;

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। অন্যদিকে, আগামী ১৩ নভেম্বরের আ. লীগ ঘোষিত 'লকডাউন' কার্যক্রম নিয়ে সড়ক পরিবহন মালিকদের আশ্বাস-সেই দিনও গণপরিবহণ চলবে বলে মালিক সমিতি জানিয়েছে, ফলে মহানগর-জেলার রুটে বিশৃঙ্খলা ঘটতে পারে এমন সম্ভাব্যতার বিষয়ে সতর্কতা দেখা দিয়েছে।

স্থানীয় কারিগরি রাজনৈতিক ইস্যু (মনোনয়ন স্থগিত) ও কেন্দ্রীয় ঘোষণার (লকডাউন) মিছিলে শিবচরে সমন্বিত প্রতিবাদ গড়ে উঠেছে।

যদি দাবি না মেনে চলা হয়, স্থানীয় বিএনপি নেতা-সমর্থকরা আন্দোলন তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন-এতে ভবিষ্যতে আরো বিক্ষোভ/অবরোধের করার তারিখ ঘোষণা দেন নেতারা ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন