শুক্রবার
২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভাড়ায় জাহাজ এনে কেটে বিক্রি করে দিলেন ছাত্রদল নেতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৪:১০ পিএম আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম
চট্টগ্রাম থেকে ভাড়ায় আন হয় মালবাহী জাহাজটি
expand
চট্টগ্রাম থেকে ভাড়ায় আন হয় মালবাহী জাহাজটি

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় একটি মালবাহী জাহাজ ভাড়া এনে কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত হোসেনের বিরুদ্ধে।

পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় মেঘনা নদীর তীরে এইচবি হারুন অ্যান্ড ব্রাদার্স মেঘনা শিপইয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, এই শিপইয়ার্ডের মালিক শাহাদাতের বাবা, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম।

জাহাজটি কেটে ফেলার ঘটনায় চট্টগ্রামের ব্যবসায়ী রাকেশ শর্মা মঙ্গলবার রাতে সোনারগাঁ থানায় মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, জাহাজের ক্ষতি মূল্য এক কোটি ৬০ লাখ টাকা।

পুলিশ বুধবার নজরুল ইসলাম নামে এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করে এবং বিকেলে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, শাহাদাত হোসেনের নেতৃত্বে ১ নভেম্বর চট্টগ্রাম থেকে ডাম্ব বার্জ (ডিবি) নামের জাহাজটি ভাড়া করা হয়েছিল। এক মাসের চুক্তি অনুযায়ী এর জন্য সাত লাখ ২০ হাজার টাকা প্রদান করা হয়।

পরবর্তীতে শাহাদাতের নেতৃত্বে ১০-১৫ জনের একটি গ্রুপ জাহাজটি কেটে স্টিলের প্লেট বিক্রি করে।

জাহাজের মালিক রাকেশ শর্মা খবর পান মোবাইল ফোনের মাধ্যমে এবং ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করেন।

রাকেশ শর্মা অভিযোগ করেন, জাহাজ ভাড়ার সময় চুক্তি মোতাবেক জিনিসপত্র পরিবহনের উদ্দেশ্যে নেওয়া হয়েছিল। কিন্তু শাহাদাত হোসেনের নেতৃত্বে সেটি কেটে বিক্রি করা হয়েছে।

বিষয়টি জানার পর শাহাদাতের বাবা রফিকুল ইসলাম ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছিলেন, তবে পরে তা বাস্তবায়ন হয়নি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান, এই ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানাচ্ছেন, রফিকুল ইসলাম আগে জাতীয় পার্টির সঙ্গে জড়িত ছিলেন। ওই সময় ছাত্রদল নেতা শাহাদাত বিভিন্ন শিল্প কারখানায় চাঁদাবাজিসহ নানা অপকর্মে লিপ্ত ছিলেন।

পরবর্তীতে বিএনপিতে যোগ দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন