শুক্রবার
২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দেশত্যাগে নিষেধাজ্ঞা লাভেলো আইসক্রিমের মালিকসহ স্ত্রী–সন্তানদের

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৮:৩১ এএম আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৯:১৮ এএম
শামীমা নার্গিস হক ও তার মেয়ে
expand
শামীমা নার্গিস হক ও তার মেয়ে

দুর্নীতি দমন কমিশন (দুদক) লাভেলো আইসক্রিমের স্বত্বাধিকারী প্রকৌশলী ইকরামুল হক তাজুসহ তার স্ত্রী মিসেস শামীমা নার্গিস হক ও দুই কন্যা মুহসিনিনা সারিকা ইকরাম এবং মুহসিনিনা তাওফিকা ইকরামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে।

মেহেরপুরের গাংনী উপজেলার মানিকদিয়া গ্রামের বাসিন্দা প্রকৌশলী ইকরামুল হক তাজু লাভেলো আইসক্রিমের মালিক।

সীমান্ত ব্যাংক লিমিটেডের ঋণ পরিশোধ না করার অভিযোগে ইকরামুল হকের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দিয়েছে দুদক।

এদিকে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তার নিজ জেলা মেহেরপুরের গাংনী উপজেলায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অন্যদিকে গ্রামের কয়েকজন বাসিন্দা এনপিবি নিউজকে জানান, ইকরামুল হক তাজু তার গ্রামের হতদরিদ্র ও অসুস্থ ব্যক্তিদের সহায়তা করেছেন এবং স্কুল, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজ করেছেন।

দুদক তাদের আবেদনে উল্লেখ করেছে-সংশ্লিষ্ট ব্যক্তিরা যেকোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন।

অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রোধ করা প্রয়োজন।

লাভেলো আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক মো. ইকরামুল হক তাজু ছাড়াও তালিকায় রয়েছেন তার স্ত্রী মিসেস নার্গিস হক এবং দুই মেয়ে মুহসিনিনা সারিকা ইকরাম ও মুহসিনিনা তাওফিকা ইকরাম।

বুধবার (২৬ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে সহকারী পরিচালক হাফিজুর রহমান তাদের দেশত্যাগ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ইকরামুল হকের বিরুদ্ধে সীমান্ত ব্যাংক লিমিটেডের ঋণ পরিশোধ না করার অভিযোগ রয়েছে। তাই প্রকৌশলী ইকরামুল হক তাজুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা যেকোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রোধ করা একান্ত প্রয়োজন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন