

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাউল শিল্পী আবুল সরকারের মুক্তি দাবিসহ দেশজুড়ে মাজার ও দরগাহ ভাঙচুরের প্রতিবাদে খুলনায় অনুষ্ঠিত গণতান্ত্রিক ছাত্রজোটের মানববন্ধনে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে।
এতে কয়েকজন কর্মী আহত হয়েছেন এবং তাদের ব্যানার ছিঁড়ে পুড়িয়ে ফেলা হয়। ঘটনা ঘটেছে গতকাল বিকেলে শিববাড়ী মোড়ে।
মানববন্ধনের আয়োজকরা জানান, বাউলশিল্পীদের ওপর হামলা, ধর্মীয় স্থাপনা ভাঙচুর ও ভিন্ন ধর্মমতের মানুষের ওপর সহিংসতার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
এর ধারাবাহিকতায় খুলনায়ও এই কর্মসূচি নেওয়া হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর সাড়ে তিনটার দিকে মানববন্ধনের আয়োজন শুরু হয়। একই সময় ও স্থানে ‘ছাত্র–জনতা’ ব্যানারে একটি পাল্টা বিক্ষোভও উপস্থিত ছিল।
বিকেল পাঁচটার দিকে ছাত্রজোটের নেতা–কর্মীরা সড়কে নামলে তাঁদের ওপর হামলা চালানো হয়। কিল–ঘুষি ও লাঠির আঘাতে কয়েকজন আহত হন এবং ব্যানার ছিনিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
ছাত্র ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সম্পাদক সজীব খান বলেন, ‘পুলিশ উপস্থিত থাকলেও পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়। ‘ছাত্র-জনতা’র নামে যারা এসেছিল, তারা আপ বাংলাদেশ ও শিবিরের কর্মী।’
অপরদিকে আপ বাংলাদেশের খুলনা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফয়জুল্লাহ শাকিল দাবি করেন, ‘আমাদের একজন কর্মীকে প্রথমে মারধর করা হয়। পরে আমরা সবাই এগিয়ে যাই।’
খুলনা মহানগর পুলিশের সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, মানববন্ধনে হামলা করা হয়, তবে কেউ গুরুতরভাবে আহত হয়নি। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য করুন
