

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি গুঞ্জন ওঠে—জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট নাকি জামায়াতে যোগ দিচ্ছেন। বিষয়টি ছড়িয়ে পড়তেই অনেকেই জানতে চান, সত্যিই কি রাজনীতিতে আসছেন দেশের এই প্রাক্তন ক্রিকেটার?
এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাইলট নিজেই এসব জল্পনার জবাব দেন। তিনি জানান, এসব খবরের কোনো ভিত্তি নেই।
পাইলট বলেন, আমি খেলাধুলার মানুষ। বাবা জাতীয় ফুটবলার ছিলেন, আর আমি দেশের হয়ে বহু বছর ক্রিকেট খেলেছি, অধিনায়কত্ব করেছি। এখন বিসিবির দায়িত্বে ক্রিকেট উন্নয়নই আমার লক্ষ্য। রাজনীতিতে জড়ানোর ইচ্ছে আমার নেই। সকল রাজনৈতিক দলকে সম্মান করেই বলছি—আমি কোনো দলেই যোগ দিচ্ছি না।
তিনি আরও জানান, আপাতত রাজনীতি নিয়ে তিনি কোনো পরিকল্পনাই করছেন না।
তার এই ব্যাখ্যাই প্রমাণ করে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ‘জামায়াতে যোগদান’ সংক্রান্ত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন।
মন্তব্য করুন
