শুক্রবার
২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বেহেশতে যাওয়ার একমাত্র পথ কর্ম: মির্জা ফখরুল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ এএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
expand
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশের একটি রাজনৈতিক শক্তি ইচ্ছাকৃতভাবে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে।

তিনি বলেন, ওই দলটি দাবি করছে- একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করা হলে দেশে নাকি ‘গণহত্যার’ মতো পরিস্থিতি তৈরি হবে। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালে যারা গণহত্যার সহযোগী ছিল, তারা এখন এসব কথা বলছে। বর্তমান বাংলাদেশে এমন ঘটনার কোনো সম্ভাবনাই নেই বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (২৬ নভেম্বর) মাগরিবের নামাজের পর চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা আমাদের নেতার প্রতি, ন্যায়বিচারের প্রতি এবং সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধ। অন্যায় ও দমন–পীড়নের বিরুদ্ধে সবসময়ই আমরা দৃঢ় অবস্থানে থাকি।

এ নির্বাচনেও আমরা প্রমাণ করতে চাই—বাংলাদেশ সাম্প্রদায়িকতা মুক্ত দেশের পথেই এগোবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সব সম্প্রদায়ের মানুষ শান্তিতে থাকতে চায়।”

তিনি আরও বলেন, “একটি মহল ধর্মের নাম ব্যবহার করে মানুষকে ভুল পথে নিতে চেষ্টা করছে।

বলা হচ্ছে—একটি নির্দিষ্ট দলের প্রার্থীকে ভোট না দিলে নাকি জান্নাত পাওয়া যাবে না। আমরা বিশ্বাস করি, ঈমান ও সৎকর্মই হলো পরকালের প্রকৃত পুঁজি—রাজনৈতিক টিকিট নয়।”

পথসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর–খানসামা) আসনের সাবেক সাংসদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ আখতারুজ্জামান মিয়া।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন