শুক্রবার
২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিপিএল নিলামে ২৫০ বিদেশি ক্রিকেটার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১০:১৪ এএম আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ১০:২২ এএম
বিপিএলের নিলাম ৩০ নভেম্বর; ছবি: সংগৃহীত
expand
বিপিএলের নিলাম ৩০ নভেম্বর; ছবি: সংগৃহীত

আগামী ৩০ নভেম্বর রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের নিলাম। তিন দফা পিছিয়ে যাওয়ার পর এই নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এবারের আসরে অংশ নিতে ৫০০-এরও বেশি বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। যাচাই-বাছাই শেষে বিপিএল গভর্নিং কাউন্সিল চূড়ান্ত করেছে ২৫০ জন বিদেশি ক্রিকেটারের নাম।

বুধবার (২৬ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ও গভর্নিং কাউন্সিলের সচিব ইফতেখার রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এবার ৬টি দল অংশ নিচ্ছে। নতুন দল হিসেবে যুক্ত হয়েছে নোয়াখালী, যার নাম রাখা হয়েছে নোয়াখালী এক্সপ্রেস।

নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে অনুমতি দেওয়া হয়েছে অন্তত একজন, সর্বোচ্চ দুইজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করার। তবে নিলামে অন্তত দুইজন বিদেশি ক্রিকেটার কিনতে হবে।

চারজন বিদেশি ক্রিকেটারের জন্য দলগুলো মোট ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার খরচ করতে পারবে। নিলামের পরে চাইলে ফ্র্যাঞ্চাইজিরা আরও চুক্তি করতে পারবেন।

বিপিএল নিলামে ২৫০ জন বিদেশি ক্রিকেটারকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে এভাবে:

‘এ’ ক্যাটাগরি: ৩৫ হাজার ডলার

‘বি’ ক্যাটাগরি: ২৬ হাজার ডলার

‘সি’ ক্যাটাগরি: ২০ হাজার ডলার

‘ডি’ ক্যাটাগরি: ১৫ হাজার ডলার

‘ই’ ক্যাটাগরি: ১৫ হাজার ডলার

প্রতিটি ডাকে দাম বাড়বে যথাক্রমে: ‘এ’ ৫ হাজার, ‘বি’ ৩ হাজার, ‘সি’ ২ হাজার, ‘ডি’ ১,৫০০, ‘ই’ ১ হাজার ডলার করে।

দেশি ক্রিকেটারদের জন্য এখনও মোট কতজন নিবন্ধন করেছেন তা ঘোষণা করা হয়নি। তবে নিলামের আগে সর্বোচ্চ দুইজন দেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে নেওয়া যাবে, যার একজন ‘এ’ ও একজন ‘বি’ ক্যাটাগরির হতে হবে। নিলামে অন্তত ১২ এবং সর্বোচ্চ ১৪ জন স্থানীয় ক্রিকেটার দলে অন্তর্ভুক্ত করতে হবে।

স্থানীয় ক্রিকেটারদের জন্য ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে:

‘এ’ ৫০ লাখ

‘বি’ ৩৫ লাখ

‘সি’ ২২ লাখ

‘ডি’ ১৮ লাখ

‘ই’ ১৪ লাখ

‘এফ’ ১১ লাখ টাকা

প্রতি ডাকে বৃদ্ধি হবে যথাক্রমে: ‘এ’ ৫ লাখ, ‘বি’ ৩ লাখ, ‘সি’ ১ লাখ, ‘ডি’ ৫০ হাজার, ‘ই’ ৩০ হাজার ও ‘এফ’ ২০ হাজার টাকা।

ক্যাটাগরি অনুযায়ী নেওয়ার সংখ্যা চূড়ান্ত করা হয়েছে:

‘এ’ থেকে অন্তত ১ জন

‘বি’, ‘সি’, ‘ডি’ থেকে প্রতিটি থেকে অন্তত ৩ জন

‘ই’ থেকে অন্তত ২ জন

‘এফ’ থেকে ইচ্ছা মতো নেওয়া যাবে

দেশি ক্রিকেটারের জন্য মোট বাজেট ৪ কোটি ৫০ লাখ টাকা। সরাসরি চুক্তিতে নেওয়া দুইজন দেশি ক্রিকেটারের খরচ এই বাজেটের বাইরে থাকবে। এছাড়া দলে ১২ জন কর্মকর্তা (ম্যানেজার, কোচ, বিশ্লেষক)ও নিবন্ধন করা যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন