শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

পে স্কেল–সংক্রান্ত নতুন অগ্রগতি, গেজেট প্রকাশ নিয়েও আলোচনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৯:১৪ এএম
গ্রাফিক্স : এনপিবি
expand
গ্রাফিক্স : এনপিবি

জাতীয় পে কমিশনের সুপারিশ চূড়ান্ত করা এবং গেজেট প্রকাশের সম্ভাব্য সময়সূচি নিয়ে নতুন করে আলোচনা হয়েছে।

বুধবার জাতীয় পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে দেখা করেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির। সাক্ষাৎ শেষে তিনি গণমাধ্যমকে এসব তথ্য জানান।

বাদিউল কবির জানান, বৈঠকে ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশনের প্রস্তাব প্রস্তুত করা, বেতন গ্রেড পুনর্বিন্যাস এবং ১৫ ডিসেম্বরের আগেই অর্থ মন্ত্রণালয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে গেজেট প্রকাশের বিষয়টি গুরুত্বসহ আলোচনা হয়।

তিনি বলেন, কমিশনের পক্ষ থেকে তাদের দাবিগুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ করার আশ্বাস দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার চেষ্টা চলছে বলেও কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন।

এদিকে, নভেম্বরের মধ্যে সুপারিশ না দিলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন কর্মকর্তারা। দীর্ঘদিন কমিশনের অগ্রগতির খবর না থাকায় কর্মচারীদের মধ্যে অসন্তোষও দেখা দিয়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X