শুক্রবার
২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শিবিরের আবেগঘন সম্পর্ক নিয়ে মাজহারের স্ট্যাটাস ভাইরাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম
expand
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলামের একটি আবেগময় স্ট্যাটাস সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

সেই পোস্টে তিনি ছাত্রশিবিরের ভেতরের সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ ও আবেগকে সংগঠনের বিশেষ শক্তি হিসেবে তুলে ধরেছেন।

তিনি বলেন, অনেক রাজনৈতিক সংগঠনে সদস্যদের অনুভূতির জায়গা গুরুত্ব পায় না; কিন্তু ছাত্রশিবিরে বিষয়টি একেবারে আলাদা। ভ্রাতৃত্ব, অভিমান, যত্ন, ভালোবাসা—এসবই এখানে নেতৃত্ব ও সংগঠনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বুধবার (২৬ নভেম্বর) দেওয়া তাঁর স্ট্যাটাসে উল্লেখ করা হয়, সংগঠনটির বিভিন্ন জটিল পরিস্থিতিতে সদস্যদের পারস্পরিক আবেগগত বোঝাপড়াই অনেক সমস্যার সমাধান করে দেয়।

কখনো আলোচনার সময় দীর্ঘ নীরবতা, কখনো আবেগে বাকরুদ্ধ হয়ে যাওয়া—এসব মুহূর্তই সংগঠনের সদস্যদের আরও কাছাকাছি আনে।

তিনি জানান, বিগত বছরে বিশ্ববিদ্যালয়ের এক সাবেক দায়িত্বশীলের কাছে নিয়মিত যাতায়াতের সময় দেখেছেন- দীর্ঘদিন সংগঠনের সঙ্গে যোগাযোগ না থাকা কিছু সাবেক মুখ নতুন প্রজন্মের সদস্যদের পরিচয় শুনে আবেগে কেঁদে ফেলেছেন। কেউ কেউ আবার ছোট ভাইয়ের মতো জড়িয়ে ধরেছেন।

মাজহারুল ইসলাম আরও উল্লেখ করেন, শিবিরের ভ্রাতৃত্ব তাঁরা রক্তের সম্পর্কের মতোই ধারণ করেন- অনেক সময় নিজের পরিবারের ভাইয়ের চেয়েও বেশি আপন মনে হয় সংগঠনের ভাইদের।

অভিযোগ-অভিমান থাকলেও সংগঠন ও সহযোদ্ধাদের প্রতি ভালোবাসা কখনো কমে না।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, অতিরিক্ত রাজনৈতিক প্রতিযোগিতার মধ্যে পড়ে যদি সংগঠনের এই আবেগ কমে যায়, তবে ভ্রাতৃত্ব দুর্বল হয়ে পড়বে—আর সেটি সংগঠনের শক্তিকেও ক্ষতিগ্রস্ত করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন