

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে খালেদা জিয়ার অসুস্থতা স্বাভাবিক নয়, বরং ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছিল। তার দাবি, বিএনপি চেয়ারপারসনের খাবার ও ওষুধে বিষাক্ত উপাদান মেশানো হয়েছিল।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ৯০-এর গণ-অভ্যুত্থানের শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন।
রিজভীর অভিযোগ, ‘যে দল অতীতে ক্ষমতার অংশীদার ছিল, সেই জাতীয় পার্টি এখন মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলছে—এটা ভণ্ডামি ছাড়া কিছুই নয়। এরশাদবিরোধী আন্দোলন হোক বা পরবর্তীকালের স্বৈরশাসন, তাদের ভূমিকাই বাধা হয়ে দাঁড়িয়েছিল গণতন্ত্রের পথে।’
তিনি বলেন, ‘এরশাদ ও শেখ হাসিনা—উভয়ের শাসনই গণতন্ত্রকে ক্ষতবিক্ষত করেছে। ব্যাংক লুট থেকে শুরু করে ক্ষমতার অপব্যবহার—একই ধারার পুনরাবৃত্তি আমরা দেখেছি।’
পূর্বাচলের প্লট বরাদ্দসংক্রান্ত মামলায় দেওয়া রায়ের প্রসঙ্গে রিজভী বলেন, ‘শেখ হাসিনা ২১ বছরের সাজা পেয়েছেন। এখন আদালতে কোনো রাজনৈতিক প্রভাব নেই। কেউ ক্ষমতায় নেই—তাহলে হস্তক্ষেপ করবে কারা? হাসিনার সময় যে বিচারের কাঠামো তৈরি হয়েছিল, সেখানেই আজ তার বিচার চলছে।’
তিনি আরও দাবি করেন, ‘রাষ্ট্রীয় নিখোঁজ ও হত্যার মতো ঘটনা বন্ধ হয়েছে, আদালত স্বাধীনভাবে কাজ করছে। আগের সরকারের সময় সবকিছু নিয়ন্ত্রিত ছিল।’
রিজভীর অভিযোগ আরও বিস্তৃত হয়ে যায় অর্থনীতি প্রসঙ্গে।
তিনি বলেন, ‘ব্যাংক থেকে টাকা তুলে না ফেরানো, ঋণ খেলাপির পরে আবার ঋণ পাওয়া—এই বিপর্যস্ত ব্যবস্থাই ছিল তথাকথিত ‘হাসিনোমিকস’। কর্মসংস্থান সংকুচিত হচ্ছে, দারিদ্র্যসীমা বাড়ছে।’
অনুষ্ঠানে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান, ‘চলমান সংকট মোকাবিলায় কঠোর এবং জরুরি পদক্ষেপ গ্রহণই এখন সময়ের দাবি।’
মন্তব্য করুন
