

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গভীর রাতে বঙ্গোপসাগর কেঁপে উঠল দুই দফা শক্তিশালী ভূমিকম্পে। মাত্র ২২ মিনিটের ব্যবধানে আঘাত হানে রিখটার স্কেলে ৬-এর বেশি মাত্রার দুটি কম্পন। তবে এতে কোনো সুনামির আশঙ্কা নেই এবং এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ উপকূল থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
কম্পনের তীব্রতা কম থাকায় স্থানীয়দের বেশিরভাগই তা অনুভব করেননি।
ভূমিকম্প পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম ‘ভলকানো ডিসকভারি’ জানিয়েছে, টেকনাফ এলাকায় ঝাঁকুনি খুবই দুর্বল ছিল।
উৎপত্তিস্থলের গভীরতা তারা নিশ্চিত করতে না পারলেও ইউরোপীয় ভূকম্পন সংস্থা ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটি মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে হয়েছিল।
এর মাত্র কয়েক দিন আগে, গত শুক্রবার ঢাকাসহ বিভিন্ন জেলায় ৫.৭ মাত্রার শক্ত ভূমিকম্প বাংলাদেশের মানুষকে আতঙ্কিত করে তোলে।
কয়েক সেকেন্ডের সেই ঝাঁকুনিতে অনেকে রাস্তায় নেমে আসেন। নরসিংদী এলাকায় উৎপত্তি হওয়া ওই কম্পনে অন্তত ১০ জনের মৃত্যু এবং বহু মানুষ আহত হওয়ার ঘটনা ঘটে।
মন্তব্য করুন
