শুক্রবার
২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

একদিনে বঙ্গোপসাগর, ভারত ও ভুটানে একাধিক ভূমিকম্প

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৩:১৪ পিএম
তিন ভূমিকম্প রেকর্ড
expand
তিন ভূমিকম্প রেকর্ড

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, বঙ্গোপসাগরসহ ভারত ও ভুটানে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

তাদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোর ৫টা ৪২ মিনিটে ভারতের মণিপুরের নোনে এলাকায় ৩.৫ মাত্রার কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূমির প্রায় ২৬ কিলোমিটার নিচে।

এর আগে রাত ২টা ৫৯ মিনিটে বঙ্গোপসাগরে ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প শনাক্ত করা হয়, যার উৎস ছিল প্রায় ১০ কিলোমিটার গভীরে।

বুধবার রাত ১১টা ৩২ মিনিটে ভুটানেও ৩ মাত্রার কম্পন নথিভুক্ত হয়।

এদিকে ভোর সাড়ে ৩টার দিকে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেও সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, সেখানে কোনো কম্পন রেকর্ড করা হয়নি।

ভারতীয় কর্তৃপক্ষ বলছে, সিলেটসহ আশপাশের সীমান্ত অঞ্চল যে ঝাঁকুনি টের পেয়েছে, তা সম্ভবত মণিপুরের ৩.৫ মাত্রার ভূমিকম্পের প্রভাব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন