শনিবার
০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ পিএম
চিঠি লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
expand
চিঠি লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্ত্রীর সঙ্গে অভিমান করে চিঠি লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তারিকুল ইসলাম (৩৫) নামে এক ওষুধ কোম্পানির কর্মী।

নিহত তারিকুল সিরাজগঞ্জ জেলা সদরের দত্তবাড়ি এলাকার দুলাল হোসেনের ছেলে।

বুধবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শান্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

তারিকুল ইসলাম ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কোম্পানিতে চাকরি করতেন এবং কর্মসূত্রে পরিবার নিয়ে রাণীশংকৈলে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে দীর্ঘদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছিলেন তারিকুল। পরে স্ত্রীকে উদ্দেশ করে একটি চিরকুট লিখে নিজ ঘরে স্ত্রীর ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি।

স্থানীয়রা জানান, তারিকুলের স্ত্রী আশা বেগম তাকে নারী সংক্রান্ত নানা অপবাদ দিতেন। এসব অপবাদ সহ্য করতে না পেরে তিনি শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।

চিঠিতে তিনি লিখেছেন—

“আমি অপরাধী বটে! কিন্তু তুমি যে অপবাদ দিয়েছো—যে আমি নাকি চরিত্রহীন, বিশ্বাস করো, আল্লাহর কসম খেয়ে বলছি, তুমি ছাড়া আমি আর কোনো নারীর সঙ্গে কখনও সম্পর্ক রাখিনি।

মৃত্যুর আগে কেউ মিথ্যা কথা বলে না। তুমি যত অভিযোগ দিয়েছ, তা আমি সব মেনে নিয়েছি, কিন্তু এই অপবাদ নিতে পারলাম না। আমার সন্তানদের দেখে রেখো। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসতাম। আলবিদা, আলবিদা, আলবিদা।”

এ বিষয়ে রাণীশংকৈল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের সদস্যরা এলে শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন