শনিবার
০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চারঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১১:০২ পিএম
মোহাম্মদ আলী তুহিন (২৫), মারুফ ইসলাম জয় (১৮) এবং মো. শিমুল (২৫)
expand
মোহাম্মদ আলী তুহিন (২৫), মারুফ ইসলাম জয় (১৮) এবং মো. শিমুল (২৫)

রাজশাহীর চারঘাটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এর মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান এবং একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

নিহতরা হলেন—উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা গ্রামের মানছুর আলীর ছেলে মারুফ আহমেদ (১৭), একই গ্রামের আব্দুল মতিনের ছেলে শিমুল (৩০) এবং এসকে বাদল গ্রামের হাবিবুর রহমানের ছেলে তুহিন আলী (২৩)।

শুক্রবার সন্ধ্যায় চারঘাট-বানেশ্বর মহাসড়কের শিশুতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ পরিবারের সদস্যরা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে মোটরসাইকেলযোগে তিন বন্ধু চারঘাট বাজার থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মারুফ ও শিমুল মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে তুহিনের মৃত্যু হয়।

এমন মর্মান্তিক দুর্ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না নিহতদের পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন