শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের আলোচনার প্রস্তাব নিয়ে যা বললেন মির্জা ফখরুল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০২:২৯ পিএম
expand
জামায়াতের আলোচনার প্রস্তাব নিয়ে যা বললেন মির্জা ফখরুল

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোট প্রশ্নে বিএনপি এবং জামায়াতে ইসলামী এখন দুই বিপরীত অবস্থানে। সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা বাড়ার মধ্যেই আলোচনা প্রস্তাব দিয়েছে জামায়াত।

বৃহস্পতিবার দুপুরে জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ফোন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিকভাবে সংলাপে বসার আহ্বান জানান।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা গতকাল স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি এবং সেটিই আমাদের অবস্থান।

তিনি এই মন্তব্য করেন শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ শেষে।

এ সময় তার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ ও ডা. এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে জামায়াতের সংলাপ প্রস্তাব নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে জানানো হয়—জুলাই জাতীয় সনদের যেসব বিষয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলো সংবিধান ও বিদ্যমান আইন অনুযায়ী বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ।

বৈঠকে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সময়মতো জাতীয় নির্বাচন আয়োজনের কার্যকর ব্যবস্থা নেওয়া হয় এবং নতুন কোনো বিতর্ক বা সংকট তৈরি না হয়।

বিএনপি স্পষ্ট করে জানায়, দীর্ঘ ১৬ বছরের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। দলটি আশা করে, আলোচনায় উপনীত ঐকমত্য বাস্তবায়নে সব রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ থাকবে।

জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. তাহের গণমাধ্যমকে বলেন, কিছুদিন আগে আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি সংলাপের আহ্বান জানিয়েছিলাম। উপদেষ্টা পরিষদও সেই প্রস্তাব গ্রহণ করেছে এবং আনুষ্ঠানিকভাবে বিএনপিকে আলোচনায় বসার প্রস্তাব জানিয়েছি। মির্জা ফখরুল ইতিবাচকভাবে কথা বলেছেন—তিনি দলের দায়িত্বশীলদের সঙ্গে পরামর্শ করে জানাবেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, যদি বিএনপি আলোচনায় সম্মতি জানায়, তাহলে জামায়াত সরাসরি বৈঠকে বসতে চায়।

তিনি আরো বলেন, বর্তমানে নয়দলীয় জোটেরও কয়েকজন প্রতিনিধি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা আলোচনায় আগ্রহী। আমরা চাই আলাপ-আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হোক, তাহলেই নির্বাচন প্রক্রিয়া এগিয়ে যাবে।

ডা. তাহের আরও বলেন, সময় খুব সীমিত। দ্রুত সংলাপ শুরু করা জরুরি। নইলে নির্বাচনের আগে সময়ের সংকট বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সোমবারের বৈঠকে সিদ্ধান্ত নেয়, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলো সাত দিনের মধ্যে মতামত জানাবে। কিন্তু নির্ধারিত সময় প্রায় শেষ হলেও কোনো আনুষ্ঠানিক সংলাপ শুরু হয়নি। ফলে পর্যবেক্ষকদের মতে, নতুন রাজনৈতিক অচলাবস্থার আশঙ্কা তৈরি হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন