

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরগুনার আমতলীতে আধুনিক ও উন্নত স্বাস্থ্যসেবার নতুন দ্বার উন্মোচন হলো গ্রীন লাইফ মেডিকেল সার্ভিসেস এর উদ্বোধনের মাধ্যমে। মানবিক মূল্যবোধ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি তাদের যাত্রা শুরু করেছে।
আজ শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৫টায় আমতলী পৌর শহরের মহিষকাটা সেতুবন্ধন শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয় গ্রীন লাইফ মেডিকেল সার্ভিসেস। দোয়া-মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়। বাজারঘোনা ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা আবুল হাছান দোয়া পরিচালনা করেন এবং পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন তাওহিদুল ইসলাম কাসমীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘটখালী আমিন উদ্দিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল ছালাম। তিনি বলেন, মানবতার সেবায় চিকিৎসা পেশা একটি মহৎ ব্রত। গ্রীন লাইফ মেডিকেল সার্ভিসেসের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনুস আলী খান ডিগ্রি কলেজের প্রভাষক মো. সালাম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেতুবন্ধন কমপ্লেক্সের পরিচালক রফিকুল ইসলাম মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক শাহানুর, প্রবাসী মো. হালিম প্যাদা, মোফাজ্জেল হোসেনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুধীজন।
গ্রীন লাইফ মেডিকেল সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুল্লাহ মাহমুদ হাবিব এবং চেয়ারম্যান রাশিমুল হক রিমন তাঁদের বক্তব্যে বলেন, আমরা আমতলী ও আশপাশের মানুষের জন্য নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আধুনিক চিকিৎসা সরঞ্জাম, দক্ষ জনবল এবং মানবিক সেবার মনোভাব নিয়ে গ্রীন লাইফ মেডিকেল সার্ভিসেস কাজ করবে মানুষের কল্যাণে।
বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রতিষ্ঠানটি শিগগিরই সাধারণ মানুষের ভরসার প্রতীকে পরিণত হবে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষও পাবে মানসম্মত চিকিৎসাসেবা।
দোয়া ও মোনাজাত শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং শুভকামনা জানান।
মন্তব্য করুন